জুলফিকার আলি,
ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার এগরা-১ নং দক্ষিণ মন্ডলের নেগুয়াতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি এবং মেদিনীপুর লোকসভার সাংসদ দীলিপ ঘোষ।নেগুয়াতে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষজনের মধ্যে প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজী’র চিঠি প্রদান করেন তিনি এবং তৎসঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের চরম পরিস্থিতিতে ও আম্ফান ঝড় পরবর্তীতে মানুষজন যে কষ্টে দিন কাটাচ্ছেন সে বিষয়ে বিস্তারিত খোঁজ নেন এবং সাধারণ মানুষের পাশে সর্বদা থাকার এবং যথাসম্ভব সাহয্য করারও প্রতিশ্রুতি দেন তিনি।তিনি এই কর্মসূচীতে জনসাধারণের উদ্দেশ্যে বলেন যে,ভারতীয় জনতা পার্টি মানুষের পাশে ছিল,আছে এবং ভবিষ্যতেও থাকবে।জনহীতার্থে ভারতীয় জনতা পার্টি সর্বদা ব্রতী।পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির হাত ধরে,অগণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অপশাসনের অবসান ঘটিয়ে, সুশাসন ও গণতন্ত্রের নব সূর্যোদয় ঘটবে।
এই বিশেষ কর্মসূচীতে রাজ্য সভাপতি দীলিপ ঘোষ মহাশয়ের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক অসীম মিশ্র,তাপস দোলাই ও সুদাম পন্ডিত,জেলা সম্পাদক কৌশিক মন্ডল,এগরা বিধানসভার সাংসদ প্রতিনিধি আশীষ নন্দ,এগরা-১ নং দক্ষিণ মন্ডলের সভাপতি দেবাশীষ জানা প্রমুখ নেতৃবৃন্দ ও দলীয় সদস্য-সমর্থকগণ।