কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার ২০২৪ পাচ্ছেন বাংলাদেশে লেখক আবু সাঈদ

Spread the love

কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার ২০২৪ পাচ্ছেন বাংলাদেশে লেখক আবু সাঈদ

নিজস্ব সংবাদদাতা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে উদার আকাশ প্রকাশন ও পত্রিকার উদ্যোগে দুই বাংলায় সাহিত্যের বিকাশের ক্ষেত্র গুরুত্বপূর্ণ অবদান, নজরুল–চর্চা, তাঁর সাম্যবাদী চিন্তা প্রজন্ম থেকে প্রজন্মে প্রসার করার জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া এমন ব্যক্তি, সংগঠক বা সংগঠনকে প্রথমবারের মতো ‘কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার’ প্রদান করা হবে।
আগামী ২০ মে, সোমবার, সকালে ১১টায় কল্যাণীর সেমিনার হলে উদার আকাশ প্রকাশন ও পত্রিকা এই পুরস্কার প্রদান করবেন। প্রথমবার পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের লেখক, গবেষক, নজরুল–সংগঠক, সম্পাদক ও প্রকাশক আবু সাঈদ।
পুরস্কার তুলে দেবেন উদার আকাশ পত্রিকা ও উদার আকাশ প্রকাশনের সম্পাদক ফারুক আহমেদ।

‘কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার ২০২৪’ সম্পর্কে উদার আকাশ প্রকাশন ও পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমেদ বলেন, দুই বাংলার সাহিত্য সংস্কৃতির সেবায় অনন্য নিদর্শনের জন্য আবু সাঈদকে বিদ্রোহী কবির নামে স্মৃতি পুরস্কার প্রদান করতে পেরে আমরা গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *