সুভাষ মজুমদার
দুই ছিনতাইবাজকে গ্রেফতার করল পুলিশ।
দেবেশ প্রমানিক ও রবি সাহানী নামে দুজনকে গ্রেপ্তার করে বৈঁচি ও কালনা থানার পুলিশ। তাদের বাড়ি বৈঁচি স্টেশন বাস স্ট্যান্ড ও দাঁতসর এলাকায়।পুলিশ সূত্রে খবর, কালনা থানার অন্তর্গত বৈদ্যপুর গ্যারেজ থেকে রবিবার বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ঝড় বৃষ্টির সময় হলুদ রঙের একটি পালসার গাড়ি করে পান্ডুয়ার এক হার্ডওয়ার ব্যবসায়ী কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনতাই করে চম্পট দেয় দুই দুষ্কৃতী। এরপরে তদন্তে নামে দুই থানার পুলিশ। মঙ্গলবার ভোররাতে রবি ও দেবেশের বাড়িতে হানা দেয় পুলিশ আধিকারিকরা এরপরে তাদের গ্রেফতার করে নিয়ে যায় কালনা থানার পুলিশ। তাদের কাছ থেকে একটি বাইক ও কিছু নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ ।