কালিপাহাড়িতে ৫৫ লক্ষ টাকা খরচে পাইপলাইন

Spread the love

কালিপাহাড়ি এলাকায় ৫৫ লক্ষ টাকার পাইপলাইন বসানোর কাজের শিলান্যাস করলেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি.

কাজল মিত্র

:- আসানসোল পুরনিগমের কালিপাহাড়ির এলাকায় শনিবার জলের সমস্যা সমাধানের জন্য ৫৫ লক্ষ টাকায় পাইপ লাইনের কাজের শিলান্যাস করেন আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি।এদিন এই শিলান্যাশ অনুষ্ঠানে মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, এই এলাকার বাসিন্দাদের গত ৪০ বছর ধরে দাবি ছিলো যে, তাদের বাড়িতে বাড়িতে যেন পানীয়জল আসে। এখানে প্রথমে পিএইচই বা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সাহায্যে জল সরবরাহ করা হত। যা বাসিন্দাদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জল পাওয়া যেতনা। আর তাই গত পুরনিগমের নির্বাচনে এই এলাকার বাসিন্দাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আশীর্বাদে এই এলাকার পানীয়জলের সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে ওভারহেড রিজার্ভারের কাজ শেষ করা হয়েছে।এবার এলাকায় পাইপ লাইন বসানোর কাজ করা হবে। এই পাইপলাইনের কাজ শেষ হয়ে গেলেই বাড়িতে বাড়িতে পানীয় জলের কানেকশন দেওয়া হবে। ডামরা হেল্থ সেন্টার, কালিপাহাড়ি মোড় ও উষাগ্রামে একটা করে ওভারহেড রিজার্ভার তৈরি করা হয়েছে। দামোদর নদীতে লক্ষ গ্যালনের রিজার্ভার তৈরির কাজ চলছে। সেই কাজ শেষ হয়ে গেলে আগামী ১০০ বছর পর্যন্ত পানীয়জলের কোন হবেনা। তিনি আরো বলেন, এই কাজ করতে পেরে আমি নিজেও খুব সন্তুষ্ট।এই এলাকার বাসিন্দাদের পানীয়জলের সমস্যা সেই ছোটবেলা থেকে দেখে আসছি। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আশীর্বাদে এই কাজ করা হচ্ছে। আপনাদের ভালোবাসা ও স্নেহ যেন আগামী দিনেও এই রকম থাকে। যারা আমাদের নিজের তাদেরকে যেমন ধন্যবাদ, তেমন যাদেরকে আমরা এখানো নিজের করে উঠতে পারিনি, তাদেরকেও ধন্যবাদ। এই কাজ সবার জন্য করা হচ্ছে। এর থেকে সবাই পানীয়জল পাবেন। গনতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দেরও একটা কথা বলার অধিকার থাকে। বিরোধীদের এটা অধিকারের মধ্যে পড়ে, যে তারা আমাদের ভুল সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পারেন। অন্ধ বিরোধীতা করা তবে সমাজের পক্ষে খারাপ। এই অনুষ্ঠানে কাউন্সিলর সুকুল হেমব্রম, তৃনমুল কংগ্রেসের নেতা অনুপ চট্টরাজ, সঞ্জয় সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *