শুভ ঘোষ ,
7 অক্টোবর দুই হাজার কুড়ি কলকাতার শুরু হল কিউ ওয়েডস শারদীয়া ডিজিটাল ইম্প্যাক্ট এওয়ার্ড এর চতুর্থ সংস্করণ।কিউ ওয়েডস শারদীয়ার ডিজিটাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডের সংযোগ সংস্থা ক্যান্ডি কমিউনিকেশন ডাইরেক্টর পারমিতা ঘোষ।এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রখ্যাত গায়ক সুজিত চক্রবর্তী এবং জনপ্রিয় গায়িকা ও টিভি চ্যানেলের সঞ্চালক পরমা বন্দ্যোপাধ্যায়, ডিজে আকাশ রহিরা, এন এক্স কলেজের ডিরেক্টর বিকাশ সিংহ ,কানাডার মিসিসাগা প্রধান পন্সার ডিরেক্টর দীপাঞ্জন বিশ্বাস ,ক্যান্ডি কমিউনিকেশনের ইউকের ডিরেক্টর সায়ন্তন দাস অধিকারী আরো অনেকে উপস্থিত ছিলেন। ডিজিটাল আওয়ার্ড তিনটি মানদণ্ডে ভিত্তিতে ঘোষণা করা হবে সেরা ডিজিটাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড জুরি ,সহজ চয়েস অ্যাওয়ার্ড এবং পিপল চয়েস অ্যাওয়ার্ড।