কমল বড়া,
মন্তেশ্বর ব্লকে দেনুর পঞ্চায়েতের অন্তগত মৌসা গ্ৰামে অস্বাভাবিক ভাবে এক কিশোরীর ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো কালনার মন্তেশ্বর থানার মৌসা গ্রামে,মৃতের ভাই তহাসিক সেখের অভিযোগ পূর্ব পরিচিত এক যুবক তার বোনকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছে, পুটশুড়ী এলাকার এক পরিত্যক্ত সাবমারসিবল এর ঘরের বাইরে দেওয়ালে আকশিতে ঝুলছিল ওই কিশোরীর মৃতদেহ ,আজ সকালে মাঠে কাজ করতে গিয়ে সাধারন মানুষ দেখতে পায়. তার পরনের জামাটি ও উল্টো পড়ানো ছিল তার কাছে জামা কাপড়ের একটি ব্যাগ পাওয়া যায়,তার সাথে থাকা দুইটা মোবাইল ছিলো না,মৃত কিশোরী বাড়িতে কাউকে না জানিয়েই গত কাল সন্ধ্যায় বাড়ি থেকে চলে যায় তবে যাওয়ার আগে কার সাথে যাচ্ছে তা একটি খাতায় লিখে যায়, ঘটনার তদন্তে নেমেছে মন্তেশ্বর থানার পুলিশ.