কুলটির স্থানীয় তৃণমূল নেতা তপন রায় এর হাত ধরে ৫০ টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দান করেন
কাজল মিত্র
:- রবিবার কুলটি বিধানসভার স্থানীয়এক তৃণমূলের নেতা তপন রায় এর হাত ধরে ৫০ টি পরিবার তৃণমূল করে বিজেপিতে যোগদান করেন ।এদিন বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই এর উপস্থিতিতে সকল কর্মীরা বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেয় ।
বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন,রাজ্যে আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে সাধারণ মানুষ জানে কেন্দ্রে ও রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকলেই রাজ্যের সার্বিক উন্নতি ঘটবে। তাই দলে দলে মানুষ তৃণমূল সিপিআই(এম),কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে ৷
তাছাড়া এই দিন বিজেপির তরফে কুলটির রানিতলা পোস্ট অফিসের সামনে রাজ্য সরকারের বিরুদ্ধে এক বিক্ষোভ কর্মসূচিরর মধ্য দিয়ে একটি সাংগঠনিক বৈঠক করা হয়,এই মঞ্চ থেকে বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই জানান সামনে বিধানসভা নির্বাচন তাই রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশে আমরা ৩কোটি মেম্বারশিপ গঠন করবো আর আমাদের টার্গেট আমাদের পশ্চিম বর্ধমানের ৯টি বিধান সভায় কেন্দ্র থেকে ১৩লক্ষের বেশি মেম্বারশিপ গঠন করা।এবং যেভাবে দিনের পর দিন বর্তমান সরকারের দ্বারা বিজেপি কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে,তাই সাধারণ মানুষের কাছে বাংলা বাঁচাও গণতন্ত্র বাঁচাও বার্তা পৌঁছানোর জন্য কুলটিতে এক বিক্ষোভ কর্মসূচি করা হয়।