আগামী বিধানসভায় মমতা ব্যানার্জীর দলকে মজবুত করতে Sc.st.obc সেলের সাংগঠনিক সভা
কাজল মিত্র
:- কুলটি বিধানসভার অন্তর্গত Sc.st.obc সেলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো বরাকর পথের সাথী হলে। এই সভায় বিশেষ ভাবে উপস্থিত ছিলেন কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি মহাশয় ও কুলটি ব্লক প্রেসিডেন্ট মহেশ্বর মুখার্জি ।সভার মধ্যে দলীয় কর্মীদের আরো মজবুত করার জন্যে উজ্জ্বল চ্যাটার্জি সকলকে একসাথে চলার নির্দেশ দেন। তাছাড়া পুরোনো কর্মীদের ফিরিয়ে আনার সাথে সাথে বহু এসসি , ও এসটি কর্মী রয়েছে যারা তৃণমূলের সক্রিয় কর্মী তাদের দলের প্রথম সারিতে রেখে দলকে মজবুত করতে হবে ।এদিন এই কর্মী সভায় বিজেপি এসসি এসটি সেলের বহু কর্মীরা কুলটি বিধায়ক উজ্জল চাটার্জী ও মহেশ্বর মুখার্জির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ।এদিনের এই কর্মিসভায় উপস্থিত ছিলেন এসসি এসটি ও ওবিসি সেলের জেলা সভাপতি মোহন ধীবর,কুলটি যুব সভাপতি সুদীপ চৌধুরী, যুব কার্যকারী সভাপতি সুব্রত বাউরি,মহিলা কার্যকারী সভাপতি মৌমিতা সেনগুপ্ত, সহ আরো অনেকে তৃণমূলের নেতৃত্ববৃন্দ।