কাজল মিত্র
কুলটির লছিপুর ব্রম্যচারীতে ক্লাবের শুভ উদ্বোধন করলেন নিয়ামতপুর ফাঁড়ির আইসি পলাশ মন্ডল ।
শনিবার 15ই আগাস্ট দেশের 74তম স্বধীনতা দিবসের রাত্রে নিজেদের সঞ্চয় করা টাকা থেকে তৈরি করা ক্লাব তারই উদ্বোধন করা হল । কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত লছিপূরের ব্রম্হ্যচারি এলাকার ডোমপাড়া , বাউরী পাড়া , দুবই বস্তি , মাঝি পাড়ার 100জন যুবরা নিজেদের সঞ্চয় করা টাকা থেকে স্বাভীমান সংগঠন ক্লাব এর তৈরি করেন তারই শুভ উদ্বোধন করেন নিয়ামতপুর ফাঁড়ির ic পলাশ মন্ডল , সমাজসেবি তারু ঘাঁটি , তৃণমূল নেতা বাচ্চু রায় , কংগ্রেস নেতা জাকির হোসেন সহ অনেকে ॥