গলসিতে এই সড়ক বিপদজনক

Spread the love

সেখ নিজাম,

শিড়রায় থেকে আদ্রাহাটি যাবার মেন রাস্তায় যান চলাচল বন্ধ— গলসি ১ নং ব্লকের শিড়রায় গ্রাম থেকে আদ্রাহাটি কিংবা গলসি যাওয়ার মেন রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। ফলে ঘুর পথে যাতায়াত করছেন শিড়রায় গ্রামের মানুষ। এমনকি এই রাস্তায় বাস চলাচলও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সারা রাস্তাটি গর্তে ভরা। এমনকি মোটরবাইক নিয়ে এই পথে যাতায়াত বন্ধ করে দিয়েছেন গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামের মানুষ। পোতনার অনুপম সামন্ত জানান, তিনি এই পথ দিয়ে আদ্রাহাটি যেতেন তার ব্যাবসা প্রতিষ্ঠানে। কিন্তু ২-৩ বছর ধরে অন্য ঘুরপথে আদ্রাহাটি যান তিনি। শিড়রায় গ্রামের কাজী ইমরুল বলেন, এই গ্রামে ১৫ হাজার মানুষের বসবাস। বছরের পর বছর রাস্তা খারাপ থেকেও কারও মেরামতের প্রচেষ্টা নেই। পঞ্চায়েতে ও বিডিও অফিসে জানানো সত্ত্বেও মেরামতের কোন কাজ হয়নি। পঞ্চায়েত প্রধানকে ফোনে পাওয়া যায়নি আর গলসি ১ বিডিওকে ফোন করলে তিনি ব্যাস্ত থাকায়,তার মতামত পাওয়া যায়নি। শিড়রায় গ্রামের সাধারণ মানুষরা জানান,এটা রাজনৈতিক চক্রান্ত আছে। তাই ভয়ে কেউ প্রতিবাদ করতে পারছে না। তবে আর যাই হোক,দীর্ঘদিন একটা রাস্তা খারাপ।বাসের যোগাযোগ বন্ধ। মোটরবাইক কিংবা ট্রাকটর নিয়ে মাঠে যাওয়াও দূরহ বিষয়। সাধারণ মানুষের সুবিধার্থে রাস্তা মেরামতের প্রয়োজনীয়তা বিষয়ে পঞ্চায়েত কিংবা বিডিওর দৃষ্টিপাত না থাকায় গ্রামের মানুষ ক্ষুব্ধ বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *