গলসিতে কর্মী সম্মেলন হলো

Spread the love

জ্যোতিপ্রকাশ মুখার্জি ,


লকডাউনের সময় তো বটেই প্রায় সারা বছর ধরেই পূর্ব বর্ধমানের গলসী বিধানসভা এলাকায় জনসংযোগে ব্যস্ত থাকেন স্হানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক অলোক কুমার মাজি। যত বিধানসভা ভোট এগিয়ে আসছে ততই তার জনসংযোগের মাত্রা বেড়ে যাচ্ছে। তারই উদ্যোগে গত ৮ ই অক্টোবর গলসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো গলসী বিধানসভা এলাকার তৃণমূলের কর্মী সম্মেলন।
সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, চেয়ারপার্সন ডঃ মমতাজ সংঘমিতা, রাজ্য মুখপাত্র তথা জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু , রাজ্য তৃনমূলের এস.সি ও ও.বি.সি সভাপতি তথা জেলা পরিষদের মেণ্টর উজ্জ্বল প্রামাণিক, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, বিধায়ক নবীন চন্দ্র বাগ, জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস, জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, জয়হিন্দ বাহিনীর জেলা সভাপতি রবীন নন্দী, জেলা সংখ্যালঘু সভাপতি সেখ আসফাকউদ্দিন , চেয়ারম্যান ইন্তেখাব আলম, জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি মহঃ সাদ্দাম, জয়হিন্দ বাহিনীর জেলা কো-অর্ডিনেটর সেখ ডালিম, গলসী বিধানসভার অন্তর্গত তিনটি ব্লকের সভাপতি যথাক্রমে সুজন মণ্ডল, জনার্দন চ্যাটার্জ্জী ও দেবদাস বক্সি সহ স্হানীয় নেতা-কর্মীরা।
সম্মেলনে প্রতিটি বক্তা বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি সম্পর্কে দলীয় কর্মীদের সচেতন থাকতে এবং বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করতে পরামর্শ দেন। নিজেদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে তাহলে সেটা ভুলে পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে আসন্ন বিধানসভায় লড়াই করারও পরামর্শ দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গলসী বিধানসভা বিধায়ক অলোক মাজি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *