সেখ নিজাম আলম
ডি,ওয়াই, এফ,আই এর ডেপুটেশন বিডিও অফিসে DYFI গলসী ১ আঞ্চলিক কমিটির ডাকে আজ বিকাল 4 টার সময় গলসী১ ব্লক বিডিও ডেপুটেশন বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে। যুবদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
ডেপুটেশনের কয়েকটি মূল দাবীগুলি হলোঃ–
★১) গ্রামে ফিরে আসা সমস্ত পরিযায়ী শ্রমিকদের কাজ দিতে হবে।
★২) আয়করের সীমারেখার বাইরে থাকা সকল পরিবারকে মাসিক ৭৫০০ টাকা ও মাথা পিছু ১০ কেজি খাদ্য দ্রব্য দেবার দাবিতে
★৩) রেল- কয়লাখনি সহ রাষ্ট্রীয় সম্পদ বিক্রির বিরুদ্ধ
★ ৪)রেগায় ২০০ দিন কাজ ও দৈনিক ৬০০ টাকা মজুরীর দাবিতে
★৫)আমফান ত্রানে স্বজন পোষন,দলবাজি,দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে প্রশাসনকে।
★ বিবিধ
এদিনের মিছিল ও ডেপুটেশনে নেতৃত্ব দেন আঞ্চলিক কমিটির সম্পাদক যুবনেতা সুখেশ্বর মেটে, মনিরুল ইসলাম, জেলা কমিটির সদস্য মনসিজ হোসেন, জেলা সম্পাদক অয়নাংশু সরকার প্রমুখ। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন জেলা যুব নেতা চন্দন ভট্টাচার্য, এরফান সেখ।