সেখ নিজাম আলম,
কৃষক সভার সম্মেলন কুরকুবায়। আজ গলসী২ সারা ভারত কৃষকসভা ব্লক কমিটির অভন্তরে কুরকুবা গ্রামে সারা ভারত কৃষকসভা (এ আই কে এস) এর কুরকুবা অঞ্চল কমিটির ১৮ তম সন্মেলন অনুষ্ঠিত হলো। রউপ মন্ডল নগর ও স্বপন বাগ ও হারাধন রায় মঞ্চ। সম্মেলন শুরু হয় সকাল ৯ টায় পতাকা উত্তলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্যে দিয়ে। সম্মেলন উদবোধন করেন সারা ভারত কৃষক সভার গলসী২ ব্লক কমিটির কুরকুবা গ্রামের প্রবিন সদস্য গদাধর পাল।সম্মেলনের উদবোধনী বক্তব্য রাখেন পুূর্ব বর্ধমান জেলা কৃষক সভার সম্পাদক সৈয়দ হোসেন। সম্মেলনের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন শিশির কেশ, নাড়ুগোপাল যস ও সাইফুল হক। সম্মেলন থেকে সর্বসম্মতভাবে নতুন ২৫ জনের কমিটি নির্বাচিত হয় যার সম্পাদক হন আজিজুর রহমান মল্লিক ও সভাপতি হন রাজেন্দ্রপ্রসাদ ঘোষ। উপস্থিত ছিলেন স্থানীয় কর্মী সংগঠকরা ও আমন্ত্রিত সদস্যরা সবমিলেয়ে প্রায় ২০০ জন। দুপুরে মধ্যাহ্ন টিফিনের পর সম্পাদকীয় জবাবী ভাষন ও নতুন কমিটি ঘোষনা করার পর সম্মেলন শেষ হয়। সম্মেলনে প্রস্তাব গ্রহন করা হয় রাজ্যের ও কেন্দ্রের জনবিরোধী ও কেন্দ্র সরকার দ্বারা অগণতান্ত্রিক উপায়ে সদ্য পাশ হওয়া কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন তীব্র করার ডাক দেওয়া হয়েছে।