গলসি ২ নং ব্লকে ডিওয়াইএফআই এর স্মারকলিপি

Spread the love

সেখ নিজাম আলম

DYFI গলসী ২ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কয়েকদফা দাবী নিয়ে গলসী ২ ব্লক অফিসে ডেপুটেশন দেওয়া হল। ডেপুটেশন এর দাবী ছিল

করোনা পরিস্থিতিতে অন্য রাজ্য থেকে ফিরে আসা এরাজ্যের শ্রমিকদের বিকল্প কাজের ব্যাবস্থা করতে হবে।

করোনা পরিস্থিতিতে এরাজ্যের যে সমস্ত শ্রমিক কাজ হারিয়েছেন, তাদের কাজ দিতে হবে।

যতদিন না বিকল্প কাজের ব্যাবস্থা হচ্ছে, মাসে ৭৫০০ টাকা ভাতা দিতে হবে।

প্রতিমাসে রেশন বাদেও অতিরিক্ত ১০ কেজি করে খাদ্যশস্য দিতে হবে।

আদড়াহাটি গোহগ্রাম, শিকারপুর, বৃন্দাবনপুরের রাস্তার সংস্কার চাই।
আমাদের ব্লকে করোনার র‍্যাপিড টেস্ট করতে হবে।
এদিন গলসী বাজার হতে বিশাল মিছিল করা হয় ব্লক অফিসের উদ্যেশ্যে। মিছিলে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর যুব শ্রমিক অংশগ্রহণ করেন। বিডিও অফিসের সামনে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন যুবরা। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন যুব নেতা চন্দন ভট্টাচার্য্য, মনসিজ হোসেন, সেখ হাকিম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাজীব সাম। যুবদের বেশ কিছু দাবী মেনে নিয়েছেন ব্লক প্রশাসন। মেনে নেওয়া দাবী কাজে পরিনত না হলে ফের আন্দোলনের পথে যাবে সংগঠন, জানান নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *