গুসকারার রটন্তী ব্রিজে বালির গাড়ির দৌরাত্ম্য বাড়ছে

Spread the love

জ্যোতিপ্রকাশ মুখার্জি ,

; শুক্রবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের গুসকরা রটন্তী ব্রীজের উপর কাত হয়ে গেল বালি বোঝাই লরি। স্হানীয় সূত্রে জানা যায়,এদিন বিকাল সাড়ে চারটে নাগাদ  কলকাতাগামী একটি বালি বোঝাই লরি কুনুর নদীর উপর অবস্হিত ব্রীজ থেকে নামার একটু আগেই কাত হয়ে যায়। বিপদ বুঝে গাড়ির চালক ও খালাসি লাফ দিয়ে লরি থেকে নেমে পড়ে। ফলে তাদের কোনো ক্ষতি হয়নি। এছাড়া সেইসময় ব্রীজের উপর পথ চলতি মানুষ না থাকায় বিপদ হয়নি। তবে ব্রীজের উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ও সিভিক ভলানটিয়াররা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।অভিযোগ, এই রুট দিয়ে প্রতিনিয়ত শয়ে শয়ে ডাম্পার – লরি মঙ্গলকোটের অজয় নদ থেকে বালি বোঝাই করে দিনরাত যাতায়াত করে থাকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *