শ্যামল রায়
আমিরুল ইসলাম
; কাটোয়া থানা এলাকায় এক তেলের গোডাউন থেকে রেশনের প্রচুর আটা উদ্ধার হল।সাধারণত রেশন থেকে গ্রাহকদের মধ্যে আটা বিতরণ করা হয়। সেই আটা পাচার করে বিক্রি করার জন্য কাটোয়ার একটি তেল কলের গোডাউনে রাখা হয় বলে অভিযোগ। কাটোয়া থানার পুলিশ সূত্রে প্রকাশ, গত সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে চন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি তেলের গোডাউন থেকে রেশন দোকানের প্রচুর আটা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে আটার পরিমাণ হবে ৫০০ প্যাকেট। পুলিশ এই ঘটনার সাথে যুক্ত তেলের মালিক এক কড়ি গড়াই নামে এক বাক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কাটোয়া সংলগ্ন বিভিন্ন রেশন দোকান থেকে পণ্যসামগ্রী পাচার হয়ে বিক্রি হয় বলে অভিযোগ আসছিল। অভিযোগ পেয়ে নিয়মিতভাবে অভিযান চালায় কাটোয়া পুলিশ ও ব্লক ফুড কর্পোরেশনের আধিকারিকরা।সোমবার রাতে চন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন তেলের গোডাউন থেকে এই আটা উদ্ধার করা হয়েছে এবং পুলিশ জোর কদমে তদন্ত শুরু করেছে এই ঘটনার সঙ্গে আরো যুক্ত আছে কিনা, আরো কোন রেশন দোকান থেকে পণ্য সামগ্রী অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় কিনা। এই ধরনের ঘটনা ঘিরে গ্রাহকদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।মঙ্গলবার দুপুরে ধৃত কে কাটোয়া মহকুমা আদালতে এসিজেম এজলাসে পেশ করা হলে ধৃতের পুলিশি হেফাজত হয়েছে বলে জানা গেছে।