সুভাষ মজুমদার ,
হুগলী জেলা তৃণমূল কংগ্রেস এসসি, এসটি, ওবিসি সেল এর ডাকে মোদী সরকারের কৃষি বিল ও হাথরাসের দলিত বোনের অত্যাচারের বিরুদ্ধে আজ বিকাল এক বিশালমিছিল হয় চাঁপদানি মঞ্জুশ্রী সিনেমা হল থেকে পলতা ঘাট অব্দি। এই মিছিলে ছিলেন হুগলী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ দিলীপ যাদব, এস সি এস টি সেলের রাজ্য সভাপতি উজ্জ্বল প্রামাণিক,হুগলী জেলা এস সি এস টি ও বি সেলের সভাপতি প্রদীপ বাসফর সহ সব জেলা নেতৃত্ব ও কর্মীরা।