চাণকে ঢালাই রাস্তা নির্মাণ শেষের দিকে

Spread the love

জ্যোতিপ্রকাশ মুখার্জি


জোর কদমে রাস্তা ঢালাই-এর কাজ চলছে পশ্চিম মঙ্গলকোটের চাণক গ্রামে। স্হানীয় সূত্রে জানা যাচ্ছে চাণকের স্যাকরা পাড়ার উত্তম শী এর বাড়ি থেকে আদিবাসী পাড়া পর্যন্ত রাস্তা ঢালাই হচ্ছে এবং ১৫ ই জুলাই কাজ শেষ হবে।এরফলে বাসস্ট্যাণ্ড থেকে স্যাকরা পাড়া হয়ে আদিবাসী পাড়া পর্যন্ত পুরো রাস্তাটি ঢালাই হয়ে যাবে এবং মানুষের যাতায়াতের সুবিধা হবে।
পঞ্চায়েত সদস্য পতিত পাবন মণ্ডল বললেন – আমাদের পরিকল্পনা হলো আমাদের পঞ্চায়েতের প্রতিটি গ্রামের অলিগলি সমস্ত রাস্তা ধীরে ধীরে ঢালাই করা এবং মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা ব্যানার্জ্জীর উন্নয়নের সুফল যাতে প্রতিটি মানুষ উপভোগ করতে পারে সেদিকে নজর রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *