সুভাষ মজুমদার
হরিপাল ব্লকের লোকমঞ্চে হরিপাল ব্লক তৃণমূল কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাংগঠনিক সভায় আগামী ১লা সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১১টা থেকে ১.৩০ টা পর্যন্ত রাজ্য কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক বেচারাম মান্নার সারা রাজ্যব্যাপী ঘোষিত কর্মসূচি কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে পোষ্টার ও ব্যানার নিয়ে প্রতিটি মৌয়ায় চাষের আলে নেমে কৃষকরা প্রতিবাদ জানাবেন। সেই উপলক্ষে হরিপাল ব্লকের এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন হরিপাল বিধানসভা বিধায়ক বেচারাম মান্না মহাশয়, ব্লক তৃণমূল সভাপতি দেবাশীষ পাঠক,সুমিত সরকার, অলোক সাঁতরা, স্বরূপ মিত্র, প্রদীপ দোলুই, জয়দেব মুদি, সুদেব সাবুই সেখ সাকিরউদ্দিন সহ নেতৃত্ব বৃন্দ।