ছাতনার মুখোপাধ্যায়ের দুর্গাপূজা

Spread the love

ঐশিক সেন,

বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের কড়রা গ্রামের মুখোপাধ্যায় পরিবারের দূর্গাপূজা প্রায় 400 বছরের ও বেশী সময় ধরে হয়ে আসছে ৷ আশে পাশের বেশ কয়েকটি গ্রামে দূর্গা পূজার মধ্যে বহু প্রাচীন পূজা এই মুখোপাধ্যায় পরিবাবের পূজা ৷ এই পূজার বিশেষত্ব হল পূজার প্রতিদিনের মত এখানে অষ্টমীর দিনও মা কে অন্ন ভোগ দেওয়া হয় ৷ তারপর লুচি ভোগ দেওয়া হয় ৷ প্রতিদিন 5 কেজি চালের অন্ন ভোগ মা কে নিবেদন করতে হয় পূজার তিন দিনই ছাগ বলির প্রথা ছিল যা 2019 সালে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ বর্তমানে শুধু 5 টি আখ বলি দেওয়া হয় অষ্টমীর সন্ধিক্ষনে ৷ আগে তিন দিনই নরনারায়ন সেবা হত ৷ বর্তমান পরিস্থিতিতে শুধু নবমীর দিনই করা হয় ৷ বর্তমানে সেবাইত শ্যামাপদ মুখো পাধ্যায় ও স্বর্গীয় দূর্গাদাস মুখো পাধ্যায়ের পরিবার বর্গ পূজাটি পরিচালনা করছেন ৷ কথিত আছে মা দূর্গা স্বয়ং স্বপ্নাদেশ দিয়ে এই পূজার সূচনা করতে বলেন বিগত 400 বছর আগে পরিবারের কোন এক পুরুষ কে ‘ | সেই থেকে এই পূজা হয়ে আসছে ৷ মা দূর্গা স্বপ্নে বলির জন্য একটি খাঁড়া গন্ধেশ্বরী নদীর জল থেকে তুলে নিয়ে আসতে বলেন তাঁকে সেটি নাকি জলে ভাসমান অবস্থাই আসবে মায়ের স্বপ্নাদেশ পেয়ে সেটি তিনি নদী থেকে তুলে নিয়ে আসেন সেই খাঁড়াটি ও পূজিত হয় মায়ের সাথেই ‘ | সময়ের ব্যাবধানে পূজার জৌলুষ কিছুটা কমে গেলেও আজও ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা করে আসছে বর্তমান প্রজন্ম |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *