সাধন মন্ডল
জঙ্গলমহলের রায়পুর কৃষ্ণ মন্দিরে চলছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। উৎসব উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর ও ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর মূর্তি। এবারের জন্মাষ্টমী যেহেতু দুই দিনের তাই গতকাল থেকেই শুরু হয়েছে উৎসব পূজা পাঠ আজ সারাদিন বিভিন্ন দূর-দূরান্ত থেকে ভক্তরা এসে পুজো দিয়েছেন। আজ রাত্রি বারোটায় শ্রীকৃষ্ণের অভিষেক হবে এবং ভোগ নিবেদন করা হবে। এখানে উল্লেখ থাকে যে এই ভোগ নিবেদন এক মন এক কেজি ওজনের একটি লাড্ডু ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হবে বলে মন্দিরের দায়িত্বপ্রাপ্ত প্রভু মহারাজ রসময়ানন্দ জি জানালেন। তিনি আরো বলেন বিশ্বের এই মহামারী সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ভক্তরা পুজো দিচ্ছেন ও আনন্দ উপভোগ করছেন, আগামীকাল নন্দ উৎসব উপলক্ষ্যেপ্রায় তিন হাজার ভক্ত দুপুরের প্রসাদ গ্রহণ করবেন