জঙ্গলমহলে সবুজ আবির উড়িয়ে তৃণমূলের জয়জয়কার।

Spread the love

জঙ্গলমহলে সবুজ আবির উড়িয়ে তৃণমূলের জয়জয়কার।

সাধন মন্ডল, বাঁকুড়া:-নবম পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছিল। এবারে সেগুলি তারা ধরে রাখতে পারল না তাদের উড়িয়ে তৃণমূল কংগ্রেস দাপটের সঙ্গে গ্রাম পঞ্চায়েত গুলো দখল করে নিল। সাধারণ মানুষ তাদের এই জয় এনে দিলেন বলে জানালেন রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাতো।দশম পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যের সাথে জঙ্গলমহলেও তৃণমূলের জয়জয়কার ।খাতড়া মহকুমার রানীবাঁধ,রায়পুর ,সারেঙ্গা, সিমলাপাল ,খাতড়া, তালডাংরা সহ বিভিন্ন ব্লকে তৃণমূলের জয় অব্যাহত । ২০১৮ সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলের রায়পুর ব্লকের ঢেকো ও মন্ডলকুলি,গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছিল এবারের পঞ্চায়েত নির্বাচনে সেই সমস্ত জায়গায় বিজেপিকে উড়িয়ে তৃণমূলের জয়জয়কার ।মন্ডল কুলি,গ্রাম পঞ্চায়েত ও ঢেকো গ্রাম পঞ্চায়েতে সহ রায়পুর ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের নয়টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করেছে একটি গ্রাম পঞ্চায়েত (শ্যামসুন্দরপুর) ত্রিশঙ্কু হয়েছে। অন্যদিকে সারেঙ্গা ব্লকের ছয় টি গ্রাম পঞ্চায়েতের ছটি ই তৃণমূলের দখলে । রানীবাঁধ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে সাতটি ও একটি টাই হয়েছে । সিমলাপাল ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের সাতটিতেই তৃণমূলের জয় হয়েছে।গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের এই জয়ের কারণ সম্পর্কে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজকুমার সিংহ বলেন মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলি ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বার্তা কাজ করেছে ।রায়পুরের শিক্ষক নেতা বাপ্পাদিত্য মন্ডল বলেন এবারের পঞ্চায়েত নির্বাচন বুঝিয়ে দিয়েছে দিদি ছাড়া কেউ সাধারণ মানুষের কথা ভাবে না। দিদি র ৬৪ টি প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভান্ডার সবচেয়ে বেশি সমাদৃত এবং বিনা পয়সায় চাল সাধারণ মানুষের মুখে অন্ন যুগিয়েছে। তিনি আরো বলেন আজ যারা বিজেপি বা অন্যান্য প্রার্থীদের ভোট দিয়েছেন আমার বিশ্বাস আগামী দিনে তারা তৃণমূল কংগ্রেসকেই সমর্থন জানাবেন তারা তাদের ভুল খুব শীঘ্রই বুঝতে পারবেন।। রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু বলেন এই জয় জনগণের জয় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ও পাশে আছে তা আরেকবার বুঝিয়ে দিলেন। এই বিপুল জয়ের জন্য সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানাই। আজ পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার জন্য সকাল থেকেই প্রতিটি গণনা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের লক্ষ্য করা যায়। গত ৮ ই জুলাই গ্রাম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় আজ ছিল তার গণনার কাজ প্রতিটি গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর নজর ছিল করা তারা এজেন্টদের সারা শরীর চেকিং করে গণনা কেন্দ্রে প্রবেশ করিয়েছেন কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সচেষ্ট ছিল জেলা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী রায়পুর সিমলাপাল রানীবাঁধ খাতড়া, তালডাংরা, সারেঙ্গা বারিকুল থানার আইসি গন তাদের কর্মীদের নিয়ে সতর্ক ও সজাগ ছিলেন পুলিশ কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে সাধারণ মানুষকে শান্তির বার্তা দিয়েছেন জঙ্গলমহলে একটি ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। উল্লেখ্য জঙ্গলমহলের একমাত্র রায়পুর ব্লকের হিজলি বুথে পুন নির্বাচন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *