জনপ্রিয় চিকিৎসককে শেষ বিদায় জানাতে চোখের জলে অগণিত মানুষ

Spread the love

জনপ্রিয় চিকিৎসককে শেষ বিদায় জানাতে চোখের জলে অগণিত মানুষ

সেখ সামসুদ্দিন, ১৯ সেপ্টেম্বরঃ মেমারির সুসন্তান জনপ্রিয় চিকিৎসক, সমাজসেবী, সর্বোপরি সকলের প্রিয় হাসিমুখের ডাঃ বিপ্লব চ‍্যাটার্জী (৪১)-র অকাল প্রয়াণে মেমারি সহ পূর্ব বর্ধমান জেলাবাসী শোকাহত। সেই প্রিয় মানুষকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন অগণিত মানুষ, বিদায় জানালেন চোখের জলে। গত ১৭ সেপ্টেম্বর দুপুরে গোয়াতে এক সেমিনারে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার কোনো সুযোগ না দিয়েই পরলোক গমন করেন। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়া থেকে মরদেহ বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সর্বসাধারনের জন্য আজ সকাল ৯ টায় দর্শন ও শ্রদ্ধা জানানোর জন‍্য সুযোগ দেওয়া হয়। সকাল সাড়ে ৯ টায় বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালের অফিসে শায়িত রাখা হয়। সকাল সাড়ে দশটায় মেমারির খাঁড়োর শিবালয় বাসভবনে ও পরে দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের সম্প্রীতি মঞ্চে শায়িত রাখা হয়। সেখানে বাঁধ ভাঙা মানুষের ভিড়। পুলিশ, প্রশাসন, চিকিৎসক, স্কুল, মাদ্রাসা সহ সর্বস্তরের মানুষ। প্রয়াত ডাঃ বিপ্লব চ‍্যাটার্জী ছিলেন দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের সভাপতি। চোখের জলে সকলে শেষ বিদায় জানান। তিনি পরিবারে রেখে গেলেন দুই নাবালক পুত্র, স্ত্রী সহ বৃদ্ধ পিতা মাতাকে। পুলিশ প্রশাসন যথাযোগ্য মর্যাদা দিয়ে মৃতদেহ এসকর্ট করে ত্রিবেণীর পথে রওনা দেয়। পথে মেমারি চকদিঘি মোড়ে গাড়ি দাঁড় করিয়ে মেমারির বিধায়ক মাল‍্যদান করে শেষ শ্রদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *