জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরব আসানসোল মেয়র

Spread the love

মোহন সিং   

    শনিবার  দুপুরে  আসানসোলের উষাগ্রামে অগ্নিকন্যা ভবনে পশ্চিম  বর্ধমান  জেলা তৃনমুল  কংগ্রেসের ডাকা এক সাংবাদিক সম্মেলনে  কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন জেলা চেয়ারম্যান তথা কো-অর্ডিনেটর ভি শিবদাসন ওরফে দাসু। জেলা সভাপতি আরো বলেন, -“আন্তর্জাতিক বাজারে চলতি বছরের জানুয়ারি  মাসে এক ব্যারেল ক্রুড ওয়েলের যা দাম ছিলো, এই জুন মাসে সেই দাম অনেকটাই কমেছে। অথচ তার সুবিধা দেশের মানুষ পাননি। উল্টে দেশের বাজারে পেট্রোল ও  ডিজেলের দাম বেড়েই চলেছে। লক ডাউন উঠার পর থেকে একটানা জ্বালানির দাম বেড়েই চলেছে। সাধারণ মানুষের নাজেহাল অবস্থা”। তিনি আরো বলেন, -“এশিয়ার দেশ গুলির মধ্যে একমাত্র আমাদের দেশে পেট্রোল ও ডিজেলের দাম সবচেয়ে বেশি। নানা অজুহাতে কেন্দ্র সরকার জ্বালানির ওপরে সেস বসাচ্ছে”। তিনি আরো বলেন, -“গরীব কল্যান রোজগার অভিযান নামে একটি প্রকল্প কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন। তাতে বলা হয়, দেশের যেসব জেলায় ২৫ হাজারের বেশি পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে ফিরে এসেছেন, সেই জেলা এর সুবিধা পাবে। তাতে পশ্চিম বাংলার একটাও জেলা নেই। অথচ আমাদের বাংলার ২০ জেলা এমন আছে, যেখানে ২৫ হাজারের বেশী শ্রমিক ফিরে এসেছেন। সবচেয়ে বেশি এসেছে মূর্শিদাবাদে। সংখ্যাটা প্রায় ২ লক্ষ ২৫ হাজার। এরথেকেই বোঝা যায়, কেন্দ্র সরকার ও বিজেপি বাংলাকে কি চোখে দেখে? এই সংকটের সময়ও বিজেপি ও কেন্দ্র সরকার বাংলাকে হেয় করার চেষ্টা করছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *