আমিরুল ইসলাম
গত শুক্রবার সকালে আউসগ্রামের ৯০ টি ডোকরা শিল্পী পরিবারের দের পাশে দাঁড়ালো এক স্বেচ্ছাসেবী সংস্থা।পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের দ্বারিয়াপুরের ডোকরা পাড়ার ৯০ টি পরিবারের ৩৫০ জন মানুষের হাতে রান্না করা খাবার বিতরণ করা হল একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। ভাত, ডাল ,সবজি ও মাংস ছিল খাবারের মেনু।শুক্রবার সামাজিক দূরত্ব মেনে লাইন দিয়ে দুপুরের খাবার তুলে দেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সোনারপুর গোরখাড়া ঘোষপাড়া ‘তরুনতীর্থ’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ওই সমস্ত খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন আউশগ্রাম থানার আইসি রামকুমার মণ্ডল, ওই সংস্থার ডিরেক্টর শর্মিষ্টা সিংহ রায়।এই স্বেচ্ছাসেবক সংস্থার উদ্যোগে খুশি হয়েছেন আউসগ্রাম এর ডোকরা শিল্পীরা।