জুলফিকার আলি
বলরামপুর গ্রামে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধর।।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার বলরাম পুর গ্রামে চৈতন্য আদক নিজের বাড়ির মধ্যে মাটির দেওয়াল চাপা পড়ে ঘটনা স্টলে মৃত্যু। মূলতঃ গতকাল রাত্রি থেকে জেলায় প্রবল বৃষ্টি আজ সকাল থেকে ও বৃষ্টি পড়ছে। চৈতন্য বাবু বাড়ির মধ্যে মাটির বাথ রুম গেলে হটাৎ এ মাটির দেওয়াল গায়ে পড়ে চাপা পড়ে যায়। প্রতিবেশী রা ছুটে এসে উদ্ধার করলে ঘটনা স্থলেই ওই বৃদ্ধ র মৃত্যু ঘটে। এলাকায় শোকের ছায়া। এই ব্যাক্তি চৈতন্য আদক, বয়স 85 বছর । গ্রাম- বলরামপুর, পোস্ট- জয় বলরামপুর, খারুই-2 গ্রাম পঞ্চায়েত, থানা- তমলুক, জেলা- পূর্ব মেদিনীপুর । আজকে সকালে বাড়ির মাটির ছিটে বেড়ার তৈরী পুরানো দীর্ঘ দিনের বাথরুমে পায়খানা করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মারা যান ।