সুভাষ মজুমদার
তারামা আশ্রম স্বেচ্ছাসেবক এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। ১২ জুলাই তারকেশ্বর বৈদ্যপুর চৌমাথায় এই রক্তদান শিবিরে সোশ্যাল ডিস্ট্রান্স মেনে ৮০ জন রক্তদাতা রক্তদান করে , পাশাপাশি সারাবছর ধরে মানুষের সেবায় নিয়োজিত হয়ে সোশ্যাল কাজ করে চলেছে ২০০ জন যুবক । আজ এই রক্তদান শিবির প্রথম বর্ষে বাবা তারকনাথ সেবা সমিতিতে অনুষ্ঠিত হয় ৷ তারা আরো বলেন মুমূর্ষু রোগী ও থ্যালাসেমিয়াদের বাঁচাতে তাদের এই রক্তদান শিবির বছরে দু বার হবে বলে জানান তারামা আশ্রম স্বেচ্ছাসেবক সংঘের এক সদস্য।