আর্থিক মূল্যে সম্মানিত হচ্ছেন লেখক, লেখিকা, ফটোগ্রাফার ও চিত্রশিল্পী।
তুলি কলম-এর আকাশ-ই পত্রিকার পক্ষ থেকে বিশেষ ঘোষণা :
লেখক, লেখিকা, চিত্রশিল্পী ও ফটোগ্রাফার এইসকল গুণী মানুষদের আর্থিক মূল্যে সম্মানিত করতে পেরে আমরা ধন্য। আর্থিক মূল্যে সম্মানিত হচ্ছেন লেখক সৌমেন বসু, সেখ জুলহাস, লেখিকা মিতালী মুখার্জী, ফটোগ্রাফার অনিন্দ্য দে, চিত্রশিল্পী শাশ্বতী মন্ডল।
আমরা আমাদের পত্রিকার জন্য আঁকা ছবি ,ফটোগ্রাফি, ও লেখকদের কোনো লেখা অর্থমূল্যে কিনতে না পারলেও মাঝেমধ্যেই আমরা আর্থিক মূল্যে সম্মানিত করার চেষ্টা করবো পত্রিকার পক্ষ থেকে নিয়মিত। গুণী মানুষ সবাইকেই ধীরে ধীরে এই আর্থিক মূল্যে সম্মানিত করার চেষ্টা করব। লেখক, লেখিকা, ফটোগ্রাফার, চিত্রশিল্পীরা তাদের মূল্যবান লেখা, আঁকা, ফটোগ্রাফি দিয়ে আমাদের পত্রিকাকে সমৃদ্ধ করছেন আমরা তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ।