তৈলবীজ শস্য চাষে প্রশিক্ষণশালা মেমারিতে

Spread the love

সেখ সামসুদ্দিন ,

মেমারি ১ ব্লকের কৃষকদের নিয়ে তৈলবীজ শস‍্য সহ খারিফ মরশুমী চাষের উপর প্রশিক্ষণ শিবির করা হয় সহ কৃষি অধিকর্তাকরণ অফিসের সভাকক্ষে। মূলত গোষ্ঠি ভিত্তিক চাষের উপকারিতা, লাভজনক চাষে উৎসাহ দান, যন্ত্রের ব‍্যবহারে কম খরচে চাষ, জৈব চাষ, বাংলা কৃষি সেচ প্রকল্প, কৃষক বন্ধু সহ নানান সুবিধা সহ আলোচনা করেন সহ কৃষি অধিকর্তা নীলকান্ত সাহা। উপস্থিত ছিলেন কৃষি কর্মাধ‍্যক্ষ সনাতন হেমব্রম, কৃষি প্রযুক্তি সহায়ক দুইজন সহ ১১১ জন চাষী। এদিন বিশেষ করে কম চাষে অধিক লাভের ধারণা নিয়ে ধারাবাহিক একই শস‍্য বা ফসল না ফলিয়ে নিত‍্য নতুন ফসল চাষে বা রপ্তানিযোগ্য ফসল চাষে উদ‍্যোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়। এদিন প্রোজেক্টারের সাহায‍্যে কম জলে চাষের পদ্ধতি দেখিয়ে চাষীদের উৎসাহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *