খায়রুল আনাম
বীরভূম : পাথরচাপুড়ির দাতা বাবার মাজার সংলগ্ন এলাকার ব্যবসায়ী কিরণ খান অসুস্থ স্ত্রীর চিকিৎসার প্রয়োজনে গিয়েছিলেন বর্ধমান। ফিরে এসে দেখেন, বাড়ির বাইরের দরজা যথারীতি বন্ধ থাকলেও ঘরের দরজা ভেঙে চুরি হয়ে গিয়েছে সোনার গয়না, নগদ অর্থসহ অন্যান্য অনেক সামগ্রী। দিনের দিকে এই চুরির সাথে পরিচিতজনেরাই যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করেছে।