শ্যামল রায়,
নবদ্বীপ শহর জুড়ে বিভিন্ন রাস্তায় মাটি খুঁড়ে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিকের কাজ চলছে। রবিবার দেখা গেল নবদ্বীপ পৌরসভার বকুলতলা বালিকা বিদ্যালয় এবং পৌরসভার রোডে আন্ডারগ্রাউন্ড ইলেক্ট্রিকের কাজ করছেন কর্মীরা।
অনেকেই বলছেন এই সকল রাস্তা অতিগুরুত্বপূর্ণ প্রতিদিন বহু মানুষের যাতায়াত থাকে এক দিকে টোটো চালক রিকশা এবং যানবাহন এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে। রাস্তায় কাজ হবার দরুন বন্ধু থাকে তাই চরম সমস্যার মধ্যে পড়েন যাত্রীসাধারণ থেকে শুরু করে যানবাহন চালকরা। এলাকাবাসীর দাবি এই সকল কাজ রাতের দিকে করলে অনেকটাই সুবিধা হয়।
দিনের বেলাতে রাস্তা খুঁড়ে আন্ডারগ্রাউন্ডে ইলেকট্রিকের কাজ করাই রাস্তা দিয়ে অনেকে যেতে পারেন না ফলে অসুবিধার মধ্যে পড়তে হয় এবং ব্যাপক যানজট তৈরি হয়।