নাবালিকাদের আত্মরক্ষার প্রেরণা আনতে আসছে ‘ক্যারাটে’

নাবালিকাদের আত্মরক্ষার প্রেরণা আনতে আসছে ‘ক্যারাটে’

বাপন দাঁ ,

পথেঘাটে সর্বপরি জীবনযুদ্ধে জিততে আত্মরক্ষা করাটা অত্যন্ত জরুরি। এই বার্তা দিতে বিশিষ্ট ক্রীড়াবিদ অশোক রাজ ক্ষুদেদের নিয়ে এক ছায়াছবি করছেন। মূলত আত্মরক্ষা করা শেখাতে ‘ক্যারাটে’ নামে এক ছায়াছবির শুভ মহরত হলো বিধান শিশু উদ্যানে।বুধবার এই মহরত টি হয়।দু ঘন্টার বেশি সময়সীমা নিয়ে এই ছায়াছবির শুটিং হবে উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গল এলাকায়। মুম্বাইয়েও শুটিং হবে বলে জানা গেছে। রাখি পূর্ণিমার দিনে মহরতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা পরিচালক অশোকরাজ, গোপাল দেবনাথ, আমিশা, আয়েশা, প্রত্যুশা, পিয়াসা, বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশনের সম্পাদক জহর দাস, দৈপায়ন চক্রবর্তী, বরুন দাস। শিব ঠাকুরের পূজো দিয়ে শুরু হলো দ্বি ভাষিক সিনেমা ‘ক্যারাটে’।

Leave a Reply