নৈশকালীন নক আউট ফুটবল টুর্নামেন্ট দুবরাজপুরে

নৈশকালীন নক আউট ফুটবল টুর্নামেন্ট দুবরাজপুরে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- দুবরাজপুরের লেনিন সংঘ এবং প্রাইমারি টিচার্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৫ ই সেপ্টেম্বর সারা রাত্রিব্যাপী স্বর্গীয় অরুণ বাগদি স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় দুবরাজপুর গৌরাঙ্গ সায়ের ফুটবল ময়দানে। প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে এবং বিশেষ অতিথি হিসাবে ছিলেন দুবরাজপুর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ।এছাড়াও ছিলেন বিশিষ্ট শিক্ষক রামতনু নায়ক ,অরিন্দম চ্যাটার্জী সহ অন্যান্য সদস্যবৃন্দ। এদিন পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে খেলার শুভ সূচনা করা হয়। খেলার উপযোগিতা বিষয়ক বিভিন্ন দিকগুলো তুলে ধরেন উপস্থিত অতিথিগন।খেলায় মোট ৪৮টি টিম অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের খেলায় সি আর সেভেন ফুটবল টীম বিজয়ী এবং তপশিলি আদিবাসী ক্লাব বিজিত হয়। বিজয়ী দলের হাতে নগদ পাঁচ হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলের হাতে নগদ চার হাজার টাকা ও ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ । এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ পুরস্কার দেওয়া হয়।

Leave a Reply