সুরজ প্রসাদ
গত 2016 সালে শুরু হয়ে, আজ 8 জুলাই 4 বছর পূর্ণ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি। সাধারণ মানুষকে গাড়ি চালানোর সময় হেলমেট ব্যাবহার সহ অন্যান্য বিষয়ে সচেতন করতে এই কর্মসূচি শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালন সফলতাও মিলেছে, দুর্ঘটনার সংখ্যা কমানো গিয়েছে বলে দাবি প্রশাসনের। বুধবার বর্ধমান জেলা পুলিশের উদ্যেগে পুলিশ লাইনে এই কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক বিজয় ভারতী, পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, পশ্চিমাঞ্চলের adg সঞ্জয় সিং প্রমুখ।