. পরিবহন ধর্মঘটের সমর্থনে পথসভা ও প্রচার গলসীতে

Spread the love

. পরিবহন ধর্মঘটের সমর্থনে পথসভা ও প্রচার গলসীতে

সেখ নিজাম আলম — ভারতীয় ন্যায় সংহিতার দানবীয় ১০৬ নং ধারা সহ পরিবহন শিল্প ও শ্রমিক বিরোধী নীতিগুলি বাতিলের দাবীতে আগামী ৫ মার্চ, ২০২৪, মঙ্গলবার রাজ্য জুড়ে পরিবহন ধর্মঘটের সমর্থনে আজ গলসী ২ এর গলসী চৌমাথা, গলসী দুইটি বাস স্টান্ড, সারুল মোর, উড়া মোর, খানা মোর, কুলগড়িয়া বাস স্টান্ড, ও খানা জংশনে প্রচার সংঘঠিত হয় ও পথ সভা অনুষ্ঠতি হয় ৮ টি জায়গায় সিআইটিইউ গলসী ২ ব্লক কমিটির উদ্যোগে। এদিনের পথ সভাগুলিতে বক্তব্য রাখেন কম: মুস্তাক হোসেন, কম:নিখিলেস দত্ত, কম রণজিৎ ঘোস ও সোনা মুখার্জী। উল্লেখ যে নতুন আইন ১০৬ নং উপধারা (১) ও (২) – তে পথ দুর্ঘটনায় কেউ আহত হলে ড্রাইভারকে তার চিকিৎসা করাতে হবে বা অপেক্ষা করতে হবে পুলিশ আসা পর্যন্ত। দুর্ঘটনায় কেউ মারা গেলে ড্রাইভারদের স্থান হবে জেলে ১০ বছরের জন্য ও ১০ লাখ টাকা জরিমানা। এই আইন বাতিলের দাবীতে আগামী ৫ ই মার্চের পরিবহন ধর্মঘট সফল করার ডাক দেওয়া হয় গোটা রাজ্যের সাথে গলসীতেও।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *