পরিবারের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ ‘সরকারি’ আইনজীবী

Spread the love

মোল্লা জসিমউদ্দিন,

পুলিশি নিস্ক্রিয়তা প্রায়শই উঠে। কখনো বিরোধী দলের কর্মীসমর্থক,আবার কখনো বা আমজনতার তরফে। তবে এবার অভিযোগকারী একজন খোদ সরকারি আইনজীবী,অভিযোগকারীর বাবাও একজন সিনিয়র সরকারি আইনজীবী ! চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টে পুলিশি নিস্ক্রিয়তা নিয়ে রিট পিটিশন দাখিল করেছেন পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা আদালতের সরকারি আইনজীবী পার্থসারথি কর মহাশয়। কলকাতা হাইকোর্টে মামলাকারীর আইনজীবী হিসাবে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বৈদূর্য ঘোষাল। খুব তাড়াতাড়ি এই মামলার শুনানি হতে চলেছে বলে জানা গেছে। কি এমন ঘটনা যে, কলকাতা হাইকোর্টে সুবিচারের আশায় দারস্থ হলেন মহকুমা আদালতের একজন সরকারি আইনজীবী?  সংশ্লিষ্ট থানা, ব্লক প্রশাসন থেকে জেলা পুলিশ প্রশাসন কে বারবার লিখিত অভিযোগ জানিয়েও কোন সুরাহা মেলেনি। এমনকি নিম্ন আদালতে জমিতে স্থগিতাদেশ থাকা সত্বেও পুলিশ অজ্ঞাত কারনে নীরব। যদিও পুলিশের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এবং জানানো হয়েছে যে, দুপক্ষেরই অভিযোগগ্রহণ করা হয়েছে। তবে অভিযোগ গ্রহণ করেই দায় সেরেছে মন্তেশ্বর থানার পুলিশ। কলকাতা হাইকোর্টে দাখিল হওয়া রিট পিটিশনে অভিযোগকারী আইনজীবী আবেদন রেখেছেন – ‘বেদখল পৈতৃক ভিটাতে ঢুকবার আইনী অধিকার, পাশাপাশি পরিবারের সুনিশ্চিত নিরাপত্তা প্রদান ‘। উল্লেখ্য, এই ঘরোয়া বিবাদে দেওয়ানি এবং ফৌজদারি মামলা ঘটেছে কুড়ির বেশি। জানা গেছে, কালনা মহকুমার মন্তেশ্বর থানার অধীনে বড়ণডালা গ্রামে পৈতৃক ভিটা আইনজীবী পার্থসারথি করের।তাঁর বাবার বড়দার( জ্যাঠার) সৌজন্যে অতিরিক্ত বিশ্বাসের ফলস্বরূপ দাদুর বিশাল সম্পত্তির বেশিরভাগই বেহাত হয়ে যায় বলে অভিযোগ। চলতি বছরের গত জুলাই মাসে ওই আইনজীবীর পরিবারের দেখভাল করা এক মাসী কে পৈতৃক ভিটা থেকে তাড়িয়ে দেয় অভিযুক্ত জ্যাঠার লোকজন।প্রায় পাঁচ মাস এই পরিস্থিতি চলে। পারিবারিক ভাবে পাওয়া জমিতে ধান কাটতে গেলে মাঠেই হুমকির মধ্যে পড়তে হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে অভিযুক্ত পরিবারের তরফে। ২০১৮ সালে জমিগুলির রেকর্ড স্টাটাস দেখতে গিয়ে এই জমি জালিয়াতি সামনে আসে বলে ওই আইনজীবীর দাবি। এই আইনজীবীর পরিবার ত্রিশ বছরের কাছাকাছি কর্মসুত্রে কালনা শহরে বসবাস শুরু করে থাকে। তাতে পৈতৃক ভিটাতে একপ্রকার না থাকাতে এই বিপত্তি ঘটেছে বলে স্থানীয় সুত্রে প্রকাশ। এখন দেখার পরবর্তীতে এই মামলার শুনানিতে মন্তেশ্বর পুলিশের ভূমিকা নিয়ে কতটা সন্তুষ্ট হয় কলকাতা হাইকোর্ট?  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *