জুলফিকার আলি
আবারো খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম, লকডাউন আর করোনা আতংকের মাঝে হোটেল ব্যবসায় চূড়ান্ত মন্দা চলছে। এমনই পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহে পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে গিয়ে ছিলেন জনা কয়েক সাংবাদিক। কিন্তু সেই সময় একটি হোটেলের ছবি করতে গেলে আচমকাই ক্ষিপ্ত হয়ে ওঠেন সেখানে থাকা একাধিক পর্যটকরা। প্রথমেই ওই সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হয়। এরপর তাঁদের ধরে বেধড়ক প্রহার করে পর্যটকদের একাংশ বলে অভিযোগ।গুরুতর জখম হয়েছেন পূর্ব মেদিনীপুরের সাংবাদিক, চিত্র সাংবাদিক সহ অন্যান্য সহকর্মী, গুরুতর জখম হয়ে বেশ কিছু সময় রাস্তাতেই পড়ে থাকেন এক সংবাদমাধ্যমের কর্মী। তাঁর অভিযোগ, অভিযুক্ত পর্যটকরা তাঁকে মারধর করে সঙ্গে থাকা মোবাইল, টাকা পয়সা ছিনতাই করেছে। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে সরব হয়েছে পূর্ব মেদিনীপুরের সাংবাদিক মহল। ঘটনাটি নিয়ে পুলিশের সবস্তরেই আবেদন জানানো হয়েছে।