পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নবম রাজ্য সম্মেলন
সেখ সামসুদ্দিন, ১০ ফেব্রুয়ারিঃ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির দুই দিনের নবম রাজ্য সম্মেলন শুরু হলো মেমারি শিব দুর্গা কোল্ড স্টোরেজে। আজ সূচনায় পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পতাকা উত্তোলন করেন ও শহীদ বেদীতে মাল্যদান করেন রাজ্য সভাপতি বিভাস দে। পরে রাজ্য সম্পাদক থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ শহীদ বেদীতে মাল্যদান করেন। অনুষ্ঠান মঞ্চের প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রামকৃষ্ণ মিশনের স্বামী অজ্ঞেয়ানন্দজী মহারাজ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করে কার্যসূচী শুরু করা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন লাবনী দাস ও তবলায় সঙ্গত করেন গৌতম দত্ত। সভাপতির স্বাগত ভাষণের পর সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন রাজ্য সম্পাদক বরেন মন্ডল। মঞ্চে প্রধান অতিথি মহারাজ ও প্রাক্তন রাজ্য সভাপতি মদন বাবু বক্তব্য রাখেন। এই সম্মেলন থেকে দাবি রাখা হয় ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করতে হবে ও কৃষকের স্বার্থে আলোর সহায়ক মূল্য ঘোষনা করতে হবে, কমপক্ষে পাঁচ বছর একই ভাড়াতে হিমঘর রাখতে হবে, অনাদায়ী টাকা আদায়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে, আলু ব্যবসার সঙ্গে যুক্ত সকলকে সদস্যপদ গ্রহণ করতে হবে, পশ্চিমবঙ্গে আলুবীজ খামার তৈরি করতে হবে, আলুভিত্তিক শিল্প গঠন করতে হবে, ব্ল্যাকলিস্ট এর ব্যাপারে উদ্যোগী হতে হবে, মেদিনীপুর ও বাঁকুড়া জেলাকে আনলোডিং এর টাকা পাইয়ে দেওয়া, নো ক্লেম বোনাসের টাকা স্টোর মালিককে ফেরত দিতে হবে, প্রতি মাসে আলাদা আলাদা ভাড়া ঠিক করতে হবে, স্টোরে ওভার লোড করা কোনোভাবেই যাবেনা ইত্যাদি। আগামীকাল এই প্রকাশ্য সম্মেলন উপলক্ষে সকাল ন’ ঘটিকায় মেমারি নতুন বাস স্ট্যান্ড থেকে সভা মঞ্চ পর্যন্ত পদযাত্রা করা হবে। এবং সকাল দশটায় মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা তথা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, বিভাগীয় প্রতিমন্ত্রী বেচারাম মান্না এবং প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বলে জানান রাজ্য সভাপতি।