কাজল মিত্র,
:-পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা কুলটির দুই বারের প্রাক্তন কাউনসিলর সুজিত রায় (বাবুয়া রায় ) হৃদরোগে মারা গেলেন ॥
শনিবার রাত্রে হটাৎ তাঁর শরীর অসুস্থ হয় । রাত্রে তাঁকে বরাকরের এক বেসরকারি হসপাতালে ভর্তি করা হয় সে খানে তিঁনি হৃদরোগে মারা যান বলে খবর !
মৃত্যুর খবর পেয়ে সুজিত রায়ের বাসগৃহে আসানসোল পৌরনীগমের উপ মেয়র তাবাসুম আরা সহ কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসে সভাপতি বিমান আচার্য্য, সহ সভাপতি সুবল চক্রবর্তী ,বূম্বা চৌধুরী,যতীন গুপ্তা সহ বেস সংখায় কুলটি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাঁকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন ॥