সেখ নিজাম,
বৃক্ষরোপণ করা হোল পানাগড়ে— কাঁকসা ২ নং মন্ডল বিজেপির পক্ষ থেকে আজ বৃক্ষরোপণ করা হোল। জানা যায়, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান দিবসে পানাগড় শ্মশানকালী মন্দিরে এই বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি ইন্দ্রজিৎ ঢালি,সন্তোষ চৌহান,আশিষ শুক্লা,গুড্ডু অগ্রহরি,প্রশান্ত রায়,রবীন্দ্র ভগৎ প্রমূখ। এই বৃক্ষরোপণে এলাকার মানুষ খুশী।