কাজল মিত্র
:- পান্ডবেশ্বর ব্লক নির্মাণ শিল্প তৃণমূল কংগ্রেস দ্বিতীয় সম্মেলন বৃহস্পতিবার আয়োজিত হয়। এই সম্মেলনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন, যখন সিপিএমের শাসন ছিলো, তখন যদি এখান কার কিছু মানুষ ত্রিরঙ্গা পতাকা না ধরে থাকতো, তাহলে, আজ আমরা এই জায়গায় থাকতাম না। ঐসব মানুষদের যদি ডাকা হয়, এখনো তারা আসেন। আমরা নির্বাচনে জিতে কিছু হওয়ার চেষ্টা করি। কিন্তু ঐসব মানুষেরা চান, তারা মমতা বন্দোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করে সাধারণ মানুষের সেবা করতে চান। আমরা নির্বাচনে জিতে যতটা খুশি হই, ঐসব মানুষেরাও ততটাই খুশি হন। এখানে ঐসব মানুষের ভালোবাসা ও স্নেহ আমরা পেয়েছি। তিনি আরো বলেন, আপনাদের সব ডাটা সংগ্রহ করা হয়েছে। বাড়িতে বাড়িতে গিয়ে পরিচয় পত্র তৈরী হওয়া দেওয়া হবে। শ্রম বিভাগের সঙ্গে কথা বলে পঞ্চায়েত স্তরে শিবির করে আপনাদের সুবিধা দেওয়া হবে। তিনি আরো বলেন, উন্নয়ন একটা সব সময় চলা প্রক্রিয়া। মমতা বন্দোপাধ্যায় কোনরকম ভেদাভেদ না করে উন্নয়নের কাজ করেন৷ তিনি যেটা বলেন, সেটাই করেন৷ আপনারা যেমন আছেন, তেমনটাই থাকুন। আপনারা কোন অবস্থাতেই নিজেদের পরিবর্তন করবেন না। আমার নাটক চাইনা। আমরা একটা বড় পরিবার হিসাবে একসঙ্গে থাকবো। আমরা মানুষ। মেশিন নই। পান্ডবেশ্বরের মানুষেরা একে অপরকে ভালোবাসতে জানেন৷ এই সম্মেলনে জেলা তৃনমুল কংগ্রেসের কোর্ডিনেটর হরেরাম সিং, সমিতির সভাপতি মদন বাউরি, যুব নেতা সঞ্জয় যাদব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।