পান্ডবেশ্বরে মন্দির সূচনায় বিধায়ক

Spread the love

কাজল মিত্র

:- পান্ডবেশ্বর বিধান সভা এলাকার খোট্টাডিহিতে গত সোমবার তৃনমুল যুব কংগ্রেসের পক্ষ থেকে সম্প্রতি দিবস পালনের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসঙ্গে মাতা শবরী মন্দিরের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্য তৃনমুল কংগ্রেসের সম্পাদক তথা এসবিএসটিসির চেয়ারম্যান কর্ণেল দীপ্তাংশু চৌধুরী ও আসানসোল পুরনিগমের মেয়র তথা পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি যৌথ ভাবে মন্দিরের শিলান্যাস করেন। বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন, পান্ডবেশ্বরে সব তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা এখানে আছেন। তাদের জন্যই আজ আমি বিধায়ক।আজ রাখী বন্ধনের দিন আমরা সবাই একসঙ্গে মিলে নিজেদের সুখ দুঃখ ভাগ করে নিয়ে থাকবো। আপনাদের উপর কোন অসুবিধা আসতে দেবোনা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও এটাই চান। আপনাদের গর্ব হওয়া উচিত যে, মা শবরীর মন্দির তৈরী করা হচ্ছে এখানে। এখানে মন্দির তৈরী হলে, বিভিন্ন এলাকার বাসিন্দারা আসবেন। এই মন্দির তৈরীতে পান্ডবেশ্বরের সব মানুষের সহযোগিতা থাকবে। এখানে সব মানুষ তাদের সেবা দেবেন৷ এসবিএসটিসির চেয়ারম্যান কর্ণেল দীপ্তাংশু চৌধুরী বলেন, ভগবানের আশীর্বাদ সবার উপর যেন সব সময় থাকে। মন্দির কতটা দূরে বা কাছে আছে সেটা বড় কথা নয়। তার ভাবনটাই মনের মধ্যে থাকা উচিত। দিদি বাংলার উন্নয়নের রথ এগিয়ে নিয়ে চলছেন। গরীব মানুষদের জন্য তিনি দিন রাত এক করে কাজ করে চলেছেন। দেশের মধ্যে এখন গরীব মানুষদের অধিকারের কথা বলার জন্য কেউ যদি থাকেন তিনি হলেন মমতা বন্দোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *