পান্ডবেশ্বরে সচেতনতা মূলক গাড়ির সূচনা

Spread the love

কাজল মিত্র ,

:- পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উপজাতি অধ্যুষিত এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১০ দিন ধরে প্রচার চালানো হবে। পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি সেই প্রচারের জন্য মঙ্গলবার সচেতনতামূলক গাড়ির উদ্বোধন করেন। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এই প্রসঙ্গে বলেন, আদিবাসীদের নিয়ে চারটি বিধানসভায় এই ধরনের প্রচার চলছে। তার মধ্যে পান্ডবেশ্বরও রয়েছে। এই প্রচারাভিযানের এই গাড়ি বিধান সভার বিভিন্ন উপজাতী মানুষের বাস এমন এলাকায় এই গাড়ি আগামী ১০ দিন যাবে। বিধায়ক হিসাবে তিনি সেইসব এলাকায় গিয়ে জনগণের কাছ থেকে তাদের সমস্যা শুনবেন ও দলের বিষয়টি তাদের সামনে রাখবেন বলে তিনি জানান । বিধায়ক বলেন, উপজাতি সম্প্রদায়ের মানুষের সম্পর্কিত বিষয়গুলি বোঝার চেষ্টা করা হবে। তাদের পক্ষ থেকে দলের হয়ে আলোচনা করা হবে। এই বিধানসভায় ১০ জন নির্বাচিত হয়েছেন যারা এই প্রচারের সঙ্গে থাকবেন। ছাত্র সংগঠনের ব্লক সভাপতিকে গোটা বিষয়টি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রচারের মাধ্যমে আদিবাসীরা এই বিধানসভায় সমাজের অন্য মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হবেন। তাদের সব সমস্যা সমাধানে দল সক্রিয় ভূমিকা নেবে বলে বিধায়ক বলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *