পুজোর তুলি কলমের আকাশ ই পত্রিকা প্রকাশিত হলো

Spread the love

পুজোর তুলি কলমের আকাশ ই পত্রিকা প্রকাশিত হল
সংববাদদাতাঃ করনার ভয়াবহ পরিস্থিতির জন্য বেশ কিছু মাস ধরে প্রিন্টিং এর সমস্যা। প্রিন্টিং পত্রিকাগুলো অনেকটাই স্মিত হয়ে গেছে ,তাই অনলাইন পত্রিকাগুলো হু হু করে জায়গা করে নিয়েছেমানুষের মনে। এদের মধ্যে অন্যতম পত্রিকা তুলি কলম এর আকাশ ইপত্রিকা দেশ-বিদেশে সমাদৃত হয়েছে। 15 সেপ্টেম্বর তাদের পুজো সংখ্যা প্রকাশিত হল । বিখ্যাত কবি-সাহিত্যিকদের গল্প, কবিতা ,ছড়া ,রম্য রচনা ,প্রবন্ধ যেমন রয়েছে তেমনি রয়েছে বিখ্যাত চিত্রশিল্পীদের অসাধারন শিল্পকর্ম ,চিত্রগ্রাহকদের ক্যামেরায় বন্দি করা অসাধারণ ছবি ।।পত্রিকা কে আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন পাতা করা হয়েছে যেমন বিজ্ঞানের আকাশ, পুরুষ কথা ,ধর্মীয় আকাশ, চটপট রান্না ,কুইজ ,শব্দছক, ইত্যাদি।। সম্পূর্ণ 48 পাতার পত্রিকাটি পাঠকদের নজর কাড়বে ।পত্রিকার সম্পাদক দীপঙ্কর সমাদ্দার জানালেন মানুষের চাহিদা অনুযায়ী তিনি এ পত্রিকা তৈরি করেছেন এবং পত্রিকাটি সম্পূর্ণ বিনামূল্যে প্রচারিত।। পত্রিকাটি মাসের 15 তারিখে প্রকাশিত হয় এবং প্রতি মাসেই থাকে নতুনত্বের চমক। যে সমস্ত কবি লেখক চিত্রশিল্পী চিত্রগ্রাহক এই পত্রিকায় অংশগ্রহণ করেছেন তারা হলেনশৈবাল মুখোপাধ্যায়, অনাবিল সেনগুপ্ত, ঋদেনদিক মিত্রো, অনাদি মুখার্জি, দীপঙ্কর সামন্ত, দেবাশিষ সরখেল, শান্তনু মজুমদার, তনুশ্রী গুহ, মৃগাঙ্ক মৌলি বিশ্বাস, লিটন দাস, সুজন পাখি, রমলা মুখার্জি, অঞ্জনা দেব রায়, মিতালী মুখার্জী, সৌমিত্র মজুমদার, ড.নির্মল বর্মন, রাধা কৃষ্ণ গোস্বামী, কৌস্তব ঘোষ , মৌক্তিক সাহা, মনসুর আলী গাজী, মুসকান ডালিয়া, ডাঃ নরেন্দ্র নাথ নস্কর, সৌম্য ঘোষ, পিন্টু হালদার ,সন্তোষ শর্মা, সঞ্চিতা চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সিনহা, উজ্জ্বল সামন্ত, সঞ্চিতা দে, মুজিবর রহমান মল্লিক, মোঃ ইসরাইল শেখ , রঞ্জিব চক্রবর্তী, সোমনাথ মুখোপাধ্যায়, মধুমিতা রায় চৌধুরী মিত্র, সোনালী ব্যানার্জি, অনিরুদ্ধ কর, শ্যামল রায়, মিরাজুল সেখ,সাংবাদিক শ্যামল রায়, চিত্তরঞ্জন দাস, মৃণাল কান্তি দে, অঙ্কিত ভট্টাচার্য, সুমনা ঘোষ, তমোঘ্ন নস্কর, উত্তম চক্রবর্তী, দেবব্রত মাঝি, চন্দন চক্রবর্তী, গোবিন্দ মোদক,সমীহ বসু, দীপান্বিতা পান্ডে, দেবাশীষ চক্রবর্তী, আরশাদ আল গালিব, তপন কুমার বৈরাগ্য, সুব্রত সুন্দর জানা, প্রদীপ চন্দ, সীমা চক্রবর্তী, মাওলানা মহবুবুর রহমান,শচীন কুমার হালদার, মৌমিতা চক্রবর্তী,কাঞ্চন কুমার গাঙ্গুলী, প্রবুদ্ধ ঘোষ ,উদয় নারায়ন বাগ, রতন নস্কর, অর্চনা দাস, ডাঃসুশর্মা, সৌরদীপ পিরী, অমলেশ বর্মন, ঋষভ চ্যাটার্জী, সৌরভ দেবনাথ, বিশ্বজীত দাস, সুশান্ত পাড়ুই, সুমন্ত সাঁতরা, অরবিন্দ সরকার, এম এ রহমান, সুপ্রতিম ভৌমিক, চন্দ্রানী গুহ রায়, লক্ষ্মী বিশ্বাস ভৌমিক ,চির সুন্দর বিশ্বাস, অশোক কুমার আচার্য, বাণীব্রত, ড. এমদাদ হোসেন, শেখ জুলহাস, একাদশী চৌধুরী, সৈকত সরদার ,অগ্নিমিত্র, সমর ঘোষ , দেবদাস কুণ্ডু, ভবানী শংকর চক্রবর্তী, অমরেন্দ্র কালাপাহাড় (কালাকার), প্রখ্যাত অভিনেত্রী শ্রীমতি মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্তরঙ্গ আলাপচারিতায় তার কন্যা কল্পলতা চৌধুরী যারা রং তুলি ধরে পত্রিকাকে অসাধারণ রূপ দিয়েছেন ইন্দ্রজিত সিনহা ,তরুণ কান্তি বারিক,ইন্দ্রজিৎ নারায়ন, জ্যোতি প্রকাশ রায়চৌধুরী, অভিজিৎ মুখার্জি, সৌবর্ণ প্রধান, দীপ্তি দুবে, যদু পতি দাস ,তপন পাত্র, সৃষ্টি সিং ,শচীন,রবি কুমার গৌতম, সঞ্চয়িতা চ্যাটার্জি ,সঞ্চয়িতা রায়, অন্তরা সাহা , অদ্রিকা সরকার যে সমস্ত চিত্র গ্রাহকরা অসাধারণ ছবি ক্যামেরাবন্দি করেছেনআমেরিকা থেকে কল্লোল তালুকদার ,লন্ডন থেকে সঞ্চয়িতা চ্যাটার্জি , শুভঙ্কর সোম, সুতপা শেঠ, সন্দীপন প্রামানিক, করণ দেবদ্যুতি, শিঞ্জন চ্যাটার্জি, সঞ্জয় কীর্তনীয়া, শুভাশিস চক্রবর্তীপত্রিকার প্রচ্ছদটি অঙ্কন করেছেন চিত্রশিল্পী অভিষেক দাসপত্রিকার অলংকরণ শুভান্বীতা দে, সৃষ্টি সিং , জিনিয়া , দীপঙ্কর সমাদ্দার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *