সেখ নিজাম আলম
পুরসায় তৃণমূলের রক্তদান শিবির পূর্ব বর্ধমানের গলসি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও পোতনা পুরসা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনু ষ্ঠিত হলো পুরসা তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ে। অসময়ে রক্তের চাহিদা পূরণ করার লক্ষ্যে ও মূখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে এই রক্তদান শিবিরের আয়োজন। পুরসা তৃণমূল কংগ্রেসের পক্ষ্যে সেখ কমলের প্রচেষ্টায় এই অনুষ্ঠান আয়োজন করায় প্রশংসা করেন উপস্থিত ব্যাক্তিবর্গ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, খাদ্য কর্মাদক্ষ মেহেবুব মন্ডল, গলসি ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি রোকেয়া সেখ, সহ সভাপতি অনুপ চ্যাটার্জী, গলসি ১ নং ব্লকের তৃনমূল সভাপতি জাকির হোসেন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি কর্মাদক্ষ প্রশান্ত লাহা। এই শিবিরে ৫০ জন রক্তদান করেছেন বলে জানা গেছে। রক্তদাতাদের হাতে প্রত্যেকজনকে একটা করে চারা গাছ দেওয়া হয়।