দীপঙ্কর চক্রবর্তী
রবিবার বিকেলে ‘বলেন বাবু’র বাড়িতে আয়োজিত হল কবি,শিক্ষক,অভিনেতা বলেন্দ্র প্রসাদ ভট্টাচার্য্যর স্মরণ সভা।গত ২৯ শে জুন তিনি প্রয়াত হয়েছেন।এই দিনের স্মরণসভায় উদ্বোধন সংগীত করেন শারদ অর্ঘ্য পত্রিকার সম্পাদক সুদীপ বিশ্বাস।এর পর একে একে কথায়,কবিতা,গানে স্মরণসভা এগিয়ে নিয়ে যান বিজন চৌধুরী,দিলীপ মৈত্র,অবনীভূষন বালা,দীপালোক ব্যানার্জী,অসিত বট্টাচার্য্য,নরেশ বিশ্বাস,নিরন্জন মন্ডল,অচিন্ত্য সিংহ,অনিন্দ্য দাস,স্বপন চক্রবর্ত্তী , তাঁর পুত্র স্নেহাশিষ ভট্টচার্য্য প্রমুখ।পূর্বস্হলী শারদ অর্ঘ্য সাহিত্য পরিষদের আয়োজিত এই দিনের স্মরণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষক সুব্রত দাস।