পূর্বস্থলীর চাঁদের বিলে মাটি শ্রমিক বেশে মন্ত্রী স্বপন দেবনাথ

Spread the love

শ্যামল রায়


রবিবার স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ একশো দিনের কাজে শ্রমিকদের সাথে পাল্লা দিয়ে মাটি কাটলেন। স্বেচ্ছাশ্রম দিয়ে ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কোবলা অঞ্চলে বাশদহ চাঁদের বিল সৌন্দর্য করার কাজ চলছে। ইতিমধ্যে এখানে গড়ে উঠেছে পর্যটকদের জন্য একটি সুন্দর টুরিস্ট লজ রয়েছে দুটি সুন্দর বিল। দুটি বিল সৌন্দর্যায়ন করার জন্য রবিবার এলাকার স্বেচ্ছাশ্রম দেবে এমন শ্রমিকদের নিয়ে নিজে মাটি কাটলেন। একশো ঝুড়ি কাদামাটিভরা  ঝুড়ি মাথায় নিয়ে পাড় বাঁধলেন। মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে ইতিমধ্যে বাশদহ এবং চাঁদের বিল ধীরে গড়ে উঠেছে পর্যটকদের কাছে আকর্ষণীয় পিকনিক স্পট। স্থানীয় মৎস্যজীবীদের কাছে এই দুটি বিল খুব গুরুত্বপূর্ণ বেঁচে থাকার জন্য। সমবায় ভিত্তিক মাছ চাষ করে বহু মাছ ব্যবসায়ী সংসার চালাচ্ছেন। তাই দুটি বিল আরো কিভাবে উন্নতি করা যায় এবং সৌন্দর্য বাড়ানো যায় সেদিকে নজর রেখে একশো দিনের কাজে মাটি কাটলেন মন্ত্রী স্বপন দেবনাথ।
মন্ত্রীর মাটিকাটা দেখে এলাকার মানুষ অভিভূত এবং ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *