জুলফিকার আলি
এবারের স্বাধীনতা দিবস ছিলো একটু অন্যরকম, বীর শহিদদের আত্মবলিদান কে স্মরণে শ্রদ্ধায় পালনের সাথে সাথে করোনা যুদ্ধে জীবন বাজি রেখে যারা লড়াই করছেন স্বাস্থ্য ব্যবস্থার বিশেষ অনুষঙ্গ হিসেবে সেই আশাদিদি দের লড়াইকে সন্মান জানিয়ে “স্বাস্থ্য সেবা সন্মান” ও উপহার তুলে দেওয়া হলো সৃজনের পক্ষ থেকে.