সেখ সামসুদ্দিন
শহর থেকে গ্রাম সর্বত্রই নেত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের সঙ্গে মেমারি পুরশহর সহ গ্রামীণ স্তরে চলছে মিছিল বা অবস্থান বিক্ষোভ। মেমারি শহরের ২২৩ ও ২২৫ নং বুথের পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটি সাধারণ সম্পাদক আশীষ ঘোষদস্তিদার সহ বুথের সকল কর্মী সমর্থকবৃন্দ।
অপরদিকে মেমারি ১ ব্লকের বাগিলা অঞ্চলের শিবতলায় বিক্ষোভ সমাবেশ করা হয়। অঞ্চল সভাপতি তথা ব্লক যুব সভাপতি ও পূর্ব বর্ধমান জেলা যুবশক্তির আহ্বায়ক নিত্যানন্দ ব্যানার্জীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন বাগিলা গ্রাম পঞ্চায়েত প্রধান অরিন্দম ঘোষাল, সদস্য প্রলয় পাল সহ অঞ্চলের সকল নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ।