সেখ সামসুদ্দিন,
পেট্রোল ডিজেলের ধারাবাহিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর নির্দেশে বুথ ভিত্তিক মিছিল করা হয়। মেমারি পুরসভার ৬নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার চিরঞ্জীব ঘোষ ও ৫নং ওয়ার্ডে জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি মুকেশ শর্মা আয়োজিত মিছিলে হাঁটেন মেমারির বিধায়ক নার্গিস বেগম। হাটপুকুর থেকে শুরু করে কৃষ্ণবাজার হয়ে জিটিরোড চকদিঘী মোড়ে রাস্তায় বসে পড়ে কিছুক্ষণের জন্য প্রতীকী অবস্থান বিক্ষোভ দেখান। এই বিক্ষোভ মিছিলে ওয়ার্ডের সদস্য ও কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।